নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৭

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৯:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম :

dakatনরসিংদীতে উত্তেজিত জনতার গণপিটুনিতে সাত ‘ডাকাত’ নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। তার অবস্থা আশঙ্কাজনক।

সোমবার ভোর রাত ৩টার দিকে সদর উপজেলার বাটপাড়া ও পাঁচদোনা এলাকায় এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম জানান, ভোর রাত ৩টার দিকে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় ১৫-২০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর টের পেয়ে মসজিদে মাইকিং করলে এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৭ ডাকাত নিহত হন। বাকি ডাকাতরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, ওই এলাকার ৩ কিলোমিটারের মধ্যে তাদের লাশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। আহতাবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া জানান, সোমবার রাত ৩টার দিকে পাঁচদোনা ইউনিয়নের বাটপাড়া এলাকার ট্রাকশাল গ্রামের এরশাদ মুন্সীর বাড়িতে ডাকাতরা হানা দেয়। এ সময় বাড়ির লোকজন ডাক-চিৎকার শুরু করলে আশপাশের মানুষ চারদিক থেকে বের হন। ডাকাতরা অবস্থা বেগতিক দেখে পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতার পিটুনিতে ৭ জন নিহত হয়।

প্রতিক্ষণ/এডি/মেজবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G