নাইজেরিয়ায় ২৮ শিশুর মৃত্যু
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশে সীসা দূষণে ২৮ শিশুর প্রাণহানি ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে, দেশটির সরকার একথা জানায়।
সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় সীসা দূষণে কয়েকশ মানুষের প্রাণহানি ঘটেছে।
স্বাস্থ্যমন্ত্রী ফিদেলিস নোয়ানকোও আবুজায় সাংবাদিকদের বলেন, ১২ মে ৬৫ জন শিশু সীসা-দূষণে আক্রান্ত হয় এবং ২৮ শিশুর মৃত্যু হয়। নিহত শিশুদের সবারই বয়স পাঁচের কম।
ধারণা করা হচ্ছে, অবৈধভাবে স্বর্ণ খনি খননের কারণে এসব দূষণের ঘটনা ঘটছে।
দূষণ আক্রান্তদের রক্তে সীসার আন্তর্জাতিক মানের চেয়ে ১৭ থেকে ২২ গুন বেশি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মারাত্মক সীসা দূষণের সঙ্গে নতুন স্বর্ণ খনির সম্পর্ক রয়েছে।
এছাড়া, গবাদিপশু ও হাঁস-মুরগিসহ অন্য প্রাণীও এ দূষণে আক্রান্ত হচ্ছে।
সূত্র: বাসস
প্রতিক্ষণ/এডি/জহির