না’গঞ্জে এনজিও অফিসে আগুন, দগ্ধ ৬

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৫ সময়ঃ ৮:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ অপরাহ্ণ

fireনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে একটি ফ্ল্যাট বাড়ির নিচতলা এনজিও কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে ৬ জন দগ্ধ হয়েছেন।

রোববার  সন্ধ্যা ৭ টার দিকে পঞ্চবটির রূপসী হাউজিং এলাকার সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নামের ওই এনজিও অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারতলা ভবনের নিচতলায় এসএসএস অফিসে বিদ্যুতের কাজ করার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময়ে গ্যাসের একটি পাইপের মাধ্যমে ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে।

এতে বৈদ্যুতিক মিস্ত্রি নাসির ও আলমসহ এসএসএস’র কর্মকর্তা আরমান, ফারুক, আলীম ও মো. ওমর দগ্ধ হন। দগ্ধদের শরীরের অনেকাংশ পুড়ে গেছে

তাদের প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটতে ঢামেকে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার এসআই আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই এলাকার লোকজন আগুন নিভিয়ে ফেলে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G