নাটকীয়তার পর ফালুর জামিন

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৫ সময়ঃ ৩:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ffaalluবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করা হয়। কিন্তু আদেশ প্রদানের পর মাত্র পৌনে একঘণ্টা পরেই ঐ আদেশ বাতিল করে তার জামিন প্রদান করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান বেলা ১টার দিকে তার আদালতে আত্মসমর্পণকারী ফালুর জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছিলেন। এর প্রায় পৌনে এক ঘণ্টা পরে আসামির (ফালু) আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ওই বিচারকের কাছে তার পূর্ব আদেশটি পুনর্বিবেচনার আবেদন করেন। ওই আবেদনটি মঞ্জুর করে বিচারক ফালুকে জামিন প্রদান করেন।

গত ৩ ফেব্রুয়ারি নাশকতা, ককটেল বিস্ফোরণের অভিযোগে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির মামলাটি দায়ের করেন। এরপর ২৭ জুন এ মামলায় মোসাদ্দেক আলী ফালুসহ ৬০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন বাড্ডা থানার তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান সরকার।

এ মামলায় পুলিশের প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিনে ছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার তিনি নিম্ন আদালতে আত্মসমর্পন করেন।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G