নাবালিকা খুন, ভিডিও ফেসবুকে!

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৮:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৮ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

image_119431_0তথ্যপ্রযুক্তির উন্নতি যেমন যোগাযোগ ব্যবস্থায় একটা যুগান্তকারী বিপ্লব এনেছে, পাল্লা দিয়ে বেড়েছে হিংসাও। ফেসবুক-এ পরিচিত ব্যক্তির দ্বারা ধর্ষণের মতো ঘটনাও ঘটে।

কিন্তু পরিকল্পিত ভাবে রীতিমতো খুনোখুনির ভিডিও পোস্ট করা হল ফেসবুকে। পোস্টটিতে দেখা যাচ্ছে, বন্ধুদের মধ্যে একজন বন্দুক বের করে গুলি চালালো। মাটিতে লুটিয়ে পড়ল বছর চোদ্দোর এক নাবালিকা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও দু’জন। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার ঘটনা।

বার্মিংহাম পুলিশ সূত্রে বলা হয়েছে, মর্মান্তিক এই ঘটনার সূত্রপাতও ফেসবুক। কিয়েরাওনা রাইস নামে এক নাবালিকার ফেসবুকে তারই কোনো বন্ধুর একটি পোস্ট ঘিরে নিজেদের মধ্যেই কথা কাটাকাটি শুরু হয়। সেই কথা কাটাকাটি থেকেই এক সময় ঠিক হয়, শনিবার সামনাসামনি ফয়সালা হবে। রাইস ও তার বন্ধুরা একটি পার্কে জড়ো হয়। বসা থেকেই মারপিট শুরু হয়ে যায়। রাইসের দুই বন্ধু হঠাৎ গুলি চালায়। রাইসের মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরও দু’জন গুলির আঘাতে কাতরাতে থাকে।

আশ্চর্যের বিষয় হলো এই গোটা ঘটনাটা কেউ বা কারা রেকর্ড করে ফেসবুকে পোস্ট করে দেয়। ভিডিওটি ভাইরাল হতেই চাঞ্চল্য পড়ে গিয়েছে মার্কিন দুনিয়ায়। প্রশ্ন উঠছে, খুন ও খুনের ভিডিও ফেসবুকে পোস্ট, গোটাটাই পরিকল্পিত ছিল কিনা। সুত্র-ওয়বসাইট।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G