নিউইয়র্কে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা

প্রকাশঃ আগস্ট ১৪, ২০১৬ সময়ঃ ১০:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Emam
মাওলানা আলাউদ্দিন আকনজি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মসজিদ থেকে ফেরার পথে এক ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার দুপুরে জোহরের নামজের পর নিউ ইয়র্ক সিটির ওজনপার্কে ‘আল ফোরকান জামে মসজিদ’ এর কাছে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ছিলেন ওই মসজিদের ইমাম ও তার সহকারী তারা মিয়া (৬৪)।

গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে উভয়কে পেছন থেকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা এক ব্যক্তিকে বন্দুক হাতে ওই এলাকা থেকে পালিয়ে যেতে দেখেন।

ইমাম আলাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর তারা মিয়া মারা যান। 

পুলিশ এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। ধর্মীয় বিদ্বেষ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অভিযোগ করে ঘটনাস্থলে বিক্ষোভ সমাবেশ করেছেন কযেকশ প্রবাসী বাংলাদেশি। তারা হত্যা্কারীকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পুলিশ বলছে, ধর্মবিশ্বাসের কারণে এ হামলা হয়েছে—এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।  

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G