নিখোঁজ ২০ জেলে উদ্ধার

প্রকাশঃ জুন ২২, ২০১৫ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

troller-sea_125683ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া এফবি দুলাল ও  এফবি মায়ের দোয়া  নামে দুই মাছ ধরা ট্রলারের ২০ জেলেকে  বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়েছে। ভোরে বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়ায় ঢুবে যায় ট্রলার দুটি ।

প্রায় দশ  ঘণ্টা পর সোমবার  দুপুরের দিকে  তাদের উদ্ধার করে স্থানীয় জেলেরা।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রোববার বিকেলে পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ট্রলার দুটি বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ঝড়ের  কবলে পড়ে ডুবে গেলে ট্রলারে থাকা  ২০ জেলের সবাই নিখোঁজ হয়।

পাথরঘাটা জেলে সমিতির সভাপতি বলেন, ট্রলার মালিক ও জেলে সমিতির পক্ষ থেকে যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ২০ জনকে উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G