নিজ শহরেই সমাহিত শিশু আইলান
আনর্জাতিক ডেস্ক
বিশ্ব বিবেককে স্তব্ধ ও নাড়িয়ে দেওয়া শিশু আইলান কুর্দিকে সমাহিত করা হয়েছে। সে সাথে তার মা রিহানা ও বড় ভাই গালেবকেও শুক্রবার তাদের নিজ শহর সিরিয়ার কোবানিতে কবর দেওয়া হয়। খবর সিএনএনের।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে নৌকাডুবিতে তারা মারা যান। আইলানের লাশ তুরস্কের উপকূলে ভেসে আসে। এ নিয়ে বিশ্বে সমালোচনার ঝড় ওঠে।
শুক্রবার আইলানের মৃতদেহ তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছায়। আইলানের সঙ্গে নিয়ে আসা হয় তার বড় ভাই ও মায়ের লাশও। এরপর সেখান থেকে সিরিয়ার কোবানি শহরে নিয়ে তাদেরকে সমাহিত করা হয়।
ইউরোপে আশ্রয়ের জন্য একটি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন তারা। কিন্তু বুধবার সাগরেই নৌকাটি ডুবে যায়। আইলান, তার মা ও ভাইসহ মোট ১২ জন নিহত হয়।
তুরস্কের সমুদ্র উপকূলে দুই বছরে আইলানের মুখ থুবড়ে পড়া নিথর দেহের ছবি প্রকাশিত হলে গোটা বিশ্ব সম্প্রদায় কঠোর সমালোচনার মুখে পরে। এরপর ইউরোপীয় কিছু কিছু দেশ অভিবাসীদের আশ্রয় দিতে রাজি হয়েছে।
প্রতিক্ষন/এডি/তাফ