নিজের পাতা ফাঁদেই গ্রেফতার হুমকিদাতা
বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন ও জাগো ফাউন্ডেশনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)-এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. তউসিফ হোসেন সীমান্ত (২৮)। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন সিটিটিসির সদস্যরা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, ফোন সেট ও রাউটার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সীমান্ত পেশায় একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার বলে জানান মাসুদুর রহমান। তিনি বলেন, ‘এই ব্যক্তি (সীমান্ত) নানা প্রতারণামূলক কাজের সঙ্গে জড়িত। কিছুদিন আগে নুরুল হক মুন্না নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ট্রেলিয়ার ভিসা করিয়ে দেওয়ার কথা বলে এক লাখ ৮০ হাজার টাকা নেয় সে। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও ভিসা করে দিতে না পারায় মুন্না টাকা ফেরত দেওয়ার জন্য সীমান্তকে চাপ দিতে থাকে।
এ কারণে সীমান্ত মুন্নাকে বিপদে ফেলার জন্য তার মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ করে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন ও জাগো ফাউন্ডেশনকে ই-মেইলে পাঁচ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না দিলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এর আগে গত ২৫ এপ্রিল সকালে অজ্ঞাত একটি ই-মেইল বার্তায় রাজধানীর গুলশান ২ নম্বরে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
প্রতিক্ষণ/এডি/শাআ