নির্বাচন প্রত্যাখ্যান করতে পারে ২০ দলীয় জোট

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০১৫ সময়ঃ ৮:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bnpনির্বাচন প্রত্যাখ্যান ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করার সিদ্ধান্ত দুই এক দিনের মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে এ সিদ্ধান্ত নিবে ২০ দলীয় জোট।

বুধবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে প্রথমে বিএনপির সিনিয়র নেতা এবং পরে ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে আগামী ৫ জানুয়ারি বতর্মান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে এই নির্বাচন ও সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করার বিষয় নিয়েও আলোচনা হয়। এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার ব্যাপারে নেতারা মতামত দেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচন ও দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. আবদুল মঈন খান প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G