নির্বাচন সুষ্ঠ হয়েছে: সিইসি

প্রকাশঃ মার্চ ২২, ২০১৬ সময়ঃ ৭:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Kazi-Rakib uddinদেশের ৭১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। খুব অল্প কয়েকটি জায়গায় বিশৃঙ্খলা হয়েছে। ভালো ভোট হয়েছে। ভোটারের বেশ উপস্থিতি ছিল”।

বিশৃঙ্খলার কথা উল্লেখ করে তিনি বলেন, “অল্প কয়েকটি জায়গায় বিশৃঙ্খলা হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় ২ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। এ ছড়া কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষে কিছু লোক আহত হয়েছেন”।

নির্বাচন কমিশিনের পক্ষ থেকে নির্বাচন মনিটরিং করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “প্রথম ধাপে ৭১৯টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল। পরবর্তীতে ৭টি ইউপিতে ভোট স্থগিত করা হয়। মঙ্গলবার ৭১২টি ইউপিতে নির্বাচন হয়েছে”।

এ সময় তিনি সুশৃঙ্খলভাবে ভোট দেয়ার জন্য তিনি ভোটারদের ধন্যবাদ জানান।

প্রতিক্ষণ/এডি/কেএইচ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G