কারচুপি হলে জোরদার আন্দোলন
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
র্যাব, পুলিশ ও নির্বাচন কমিশন মিলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার চেষ্টা করলে যে আন্দোলন চলছে তা আরো জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ হুঁশিয়ারি দেন।
মওদুদ বলেন, ‘পুলিশ ও র্যাবের সহযোগিতায় সরকার এবং নির্বাচন কমিশন একটি নীলনকশার নির্বাচনের দিকে এগোচ্ছে। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে বাধা আসলে এর পরিণতি ভালো হবে না। জনগণ সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
তিনি প্রত্যাশা করেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে সুযোগ দেবে।’
এদিকে সকালে মঙ্গলবার অনুষ্ঠেয় তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্ট এবং দল সমর্থকদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
তিনি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে কোমর সোজা করে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রতিক্ষণ/এডি/আরেফিন