নির্বাচনের শেষ পর্যন্ত লড়বে বিএনপি

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ৩:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

newsনির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত লড়াই করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক। তবে নির্বাচনে কারচুপির বিচার দেশবাসী করবে বলেও জানান তিনি।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে ৪ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ওসমান ফারুক বলেন, বিগত নির্বাচনগুলোর চেয়ে এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতা ও লুটতরাজ আরো বেড়ে গেছে। উচ্চহারে কারচুপি করা হচ্ছে। এরপরও যদি বলা হয় নির্বাচন সুষ্ঠ হচ্ছে, তাহলে অশান্তি বলে কিছু থাকতে পারে না। সব প্রতিকূলতা সত্ত্বেও বিএনপি নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই করবে। কারচুপির বিচার করবে দেশবাসী।

তিনি আরো বলেন, এ পর্যন্ত আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী আওয়ামী লীগের সমর্থকরা ৬০টির বেশি কেন্দ্র দখল করে নিয়েছে। ঐসব ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিতে যেতে পারছেন না। যেসব জায়গায় ভোটকেন্দ্র দখল করা হয়েছে, সেখানে প্রশাসনের লোকেরা অসহায় হয়ে পড়েছে।

এছাড়াও তিনি বলেন, আমরা ভোট বর্জন করতে এ নির্বাচনে আসিনি। বিএনপি কিছুতেই ভোট বর্জন করবে না। শেষ পর্যন্ত দেখব। শুরুটা ভালো হয়নি। সকালেই এ অবস্থা, এতেই বুঝা যায় পুরো নির্বাচনটা কেমন হবে।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন – বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আজাদুজ্জামান রিপন, চেয়ারপার্সনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G