বিনোদন ডেস্ক
‘হুলিয়া’ ও ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ এরপর কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে আবারো নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। কবির কবিতা নিয়ে এটি হবে তৃতীয় চলচ্চিত্র।
এবারের চলচ্চিত্রটির নাম ‘ভারত আমাদের গন্তব্য নয়। এটি পরিচালনা করবেন তরুণ পরিচালক জিৎ দে। ‘ভারত আমাদের গন্তব্য নয়’ হবে তার পরিচালনার প্রথম ছবি।
জিৎ দে প্রখ্যাত পরিচালক তানভীর মোকাম্মেলের সহকারী পরিচালক হিসেবে ‘জীবন ঢুলী’ ছবিতে কাজ করেছেন। সাম্প্রদায়িক পীড়নের মুখে হিন্দুদের দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার বিরুদ্ধে এই ছবি জন্মভূমিতে লড়াই করে বাঁচার মানসিকতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে পরিচালকের প্রত্যাশা।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রখ্যাত অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। অন্য আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে নবাগত পপি বিশ্বাসের।
কবি নির্মলেন্দুগুণের কবিতা অবলম্বনে ১৯৮৫ সালে তানভির মোকাম্মেল নির্মাণ করেন হুলিয়া। এরপর গতবছরের জুন মাসে মুক্তিপায় তরুণ কবি মাসুদ পথিকের ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। চলচ্চিত্র দু’টির প্রেক্ষাপট ছিলো মুক্তিযুদ্ধ নিয়ে।
এদিকে, কবির কিশোর উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্বনে নির্মিত হচ্ছে আরেকটি চলচ্চিত্র, যাঁর নির্মাতা কবি তনয়া মৃত্তিকা গুণ। ছবিটির শুটিংয়ের বেশির ভাগ অংশ এরই মধ্যে শেষ হয়েছে।
প্রতিক্ষণ/এম-আর/তপু