নির্যাতনকারী সেনা সদস্য গ্রেফতার
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামে গৃহবধূ ববিতা খানমকে (২০) নির্যাতনের ঘটনায় স্বামী সেনা সদস্য শফিকুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেয় হাইকোর্ট।
উল্লেখ্য, গৃহবধূ ববিতা খানমকে গত ৩০ এপ্রিল গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটায় তার স্বামী সেনা সদস্য শফিকুল শেখ, ভাসুর হাসান শেখ, শ্বশুর ছালাম শেখ, শাশুড়ি জিরিন আক্তার, চাচা শ্বশুর কালাম, প্রতিবেশী নান্নু শেখ ও কাশিপুর ইউপি আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আজিজুর রহমান আরজু। নির্যাতনের এক পর্যায়ে ববিতা জ্ঞান হারান। ওই অবস্থায় তাকে বাজারে নিয়ে একটি দোকানে আটকে রাখা হয়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ববিতার মা খাদিজা বেগম গত ৫ মে লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ শফিকুলের চাচা হিরু মিয়াসহ (৩৮) দু’জনকে গ্রেফতার করে।
প্রতিক্ষণ/এডি/রাতুল