নিষিদ্ধ পিরানহা ও বাগদা জব্দ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রোববার ভোর রাত থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিষাক্ত পিরানহা মাছ ও জেলি মিশ্রিত বাগদা চিংড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ । এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের আঞ্চলিক মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন।
এ বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর কর্মকর্তা এএসপি ফেরদৌসী বলেন, অভিযানে ২০০ কেজি নিষিদ্ধ পিরানহা এবং ৫০০ কেজি বিষাক্ত জেলি মিশ্রিত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
এঘটনায় র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৫ পাইকারি ব্যবসায়ীকে জেল ও জরিমানা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, নিষিদ্ধ পিরানহা এবং বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির উদ্দেশে তা সংরক্ষণের অপরাধে পাঁচ পাইকারি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পিরানহা সংরক্ষণের দায়ে মোহাম্মদ মাহবুবকে (৩৫) এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া পাইকারি চিংড়ি ব্যবসায়ী বশির আহমেদকে (৪৪) ১ লাখ টাকা, দেবাশীষ বিশ্বাসকে (২২) দশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে সাইদুল ইসলাম (২৭) ও শফিকুল ইসলামকে (২২) অর্থদণ্ড দেয়া হয়।
একইভাবে চিংড়ির মাথায় ও পায়ে জেলি মিশ্রিত পানি ঢুকিয়ে মাছের ওজন বৃদ্ধির কাজ করে আসছিল ওই পাইকারি ব্যবসায়ীরা। এছাড়া বিষাক্ত মাছ পিরানহা ক্রয়-বিক্রয়ে সরকারি নিয়ম অনুযায়ী নিষিদ্ধ।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল