নিসচা’র আইডি কার্ড প্রদান

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৬ সময়ঃ ২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

নিরাপদ সড়ক চাই (নিসচা) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শাখার সদস্যদের মাঝে সংগঠনের পরিচিতি হিসেবে ‘আইডি কার্ড’ প্রদান করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় অত্র শাখা কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

a656d5d8

সভার শুরুতে নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর স্ত্রী প্রয়াত জাহানারা কাঞ্চনের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন।

সভায় সদস্য সচিব তোফায়েল হোসেন জাকির তার বক্তব্যে বলেন, নিসচা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন ও বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ এর সার্বিক পরামর্শক্রমে গত ১৩ নভেম্বর সাদুল্যাপুর নিসচা শাখার পথচলা শুরু হয়। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আলোচনা শেষে সাদুল্যাপুর উপজেলা শাখার ২১ জন সদস্যের প্রত্যেককে একটি করে
‘আইডি কার্ড’ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৩ ইং সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। সেই থেকে দেশব্যাপী ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রয়োজনে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামের একটি সংগঠন।

37af17c

সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গঠিত নিসচা তার কার্যক্রমের মধ্যদিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সর্বস্তরের মানুষের সমর্থনে ধন্য হয়ে ওঠে। নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠার ২২ বছরের মধ্যে জনকল্যাণমুখী সংগঠন হিসাবে ব্যাপক কর্মতৎপরতায় দেশের সীমানা ছাড়িয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়েও পেয়েছে যথেষ্ট পরিচিতি। এখন একটি সফল সামাজিক আন্দোলনের নাম নিরাপদ সড়ক চাই (নিসচা)।

নিসচা শাখার আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ন-আহবায়ক জাহিদ খাঁন, সদস্য সচিব তোফায়েল হোসেন জাকির, সম্মানিত সদস্য শামিম সরদার, মিজানুর রহমান, স্বজল কুমার মহন্ত, আব্দুর রাজ্জাক শেখ রাজা, মামুন মন্ডল, শফিকুল ইসলাম সাগর, হাসেমী রাফসান জানি নিসাদ, সাইফুল ইসলাম, নিয়ামুল আরিফ লিমন ও আবু সাঈদ আকন্দ প্রমূখ।

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G