রাজধানীতে বাসে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণ

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৮:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bus petrol boma২০ দলের ডাকা অবরোধ কর্মসূচির ১৮ তম দিনে রাজধানীর নীলক্ষেতে একটি ও ডেমরায় আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নীলক্ষেতের সামনে সেফটি পরিবহনের ওই বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় মিরপুর টু আজিমপুর রুটে চলাচলকারী বিকল্প পরিবহনের ওই বাসের শেষের সিটে দুইজন যাত্রী উঠে।

বাসটি চলতে শুরু করলে তারা আগুন ধরিয়ে দিয়ে ‘আগুন, আগুন’ বলে দৌড়ে নেমে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে হুড়োহুড়ি করে নেমে যাওয়ায় কোনো যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরহাদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, প্রায় একই সময়ে রাজধানীর ডেমরা এলাক‍াতেও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

অন্যদিকে, এ ঘটনার কিছুক্ষন পর রাজধানীর নয়াপল্টনে একটি পেট্রল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের গলির মুখে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রল বোমা ও ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ওই ঘটনাস্থলে পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

প্রতিক্ষণ/এডি/নেসা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G