নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :
নীলফামারীতে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।
রোববার রাত সোয়া ১০টার দিকে জেলার সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর ইউনিয়নের হাজীর বটতলা নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের হাজারীহাট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তুহিন ইসলাম জুয়েল (১৮) ও ধ্রুব রায় (১৮)।
নিহত জুয়েল উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিনপাই ডাঙ্গাপাড়ার ফরতাজ আলী কালার ছেলে এবং ধ্রুব একই উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের হামুর হাট এলাকার বালাপাড়ার রমেশ চন্দ্র সাধুর ছেলে।
এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন। এরা তিন বন্ধুই এবারের এইচএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত তুহিন ইসলাম জুয়েল (১৭) ও ধ্রুব রায় (১৭) তাদের অপর বন্ধু দুলু মিয়াসহ (১৭) তিন জনে মোটরসাইকেল যোগে সৈয়দপুর শহরে আসছিল। রোববার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর ইউনিয়নের হাজীর বটতলা নামক স্থানে বাতি বিহীন একটি ট্রলির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জুয়েল ও ধ্রুব মারা যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অপর শিক্ষার্থী দুলুকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর হাসপাতালে ভর্তি করে।
খাতা মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদ ও সৈয়দপুর থানার এএসআই আসাদুজ্জামান আসাদ দুর্ঘটনায় নিহতের খবরটি নিশ্চিত করেন।