নেতাদের মুক্তি দাবি খালেদার

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaledaকারাগারে ‍অসুস্থ হয়ে পড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বন্দি দলের সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার দলের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ আহবান জানান।

বিবৃতিতে বিএনপি নেতাদের রিমান্ডে নিয়ে দৈহিক মানসিক নির্যাতন চালানো হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘তাদের অনেকে বয়সে প্রবীণ এবং নানা ধরণের রোগে আক্রান্ত। কারাগারে সুচিকিৎসার অভাবে তারা অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।’

এ পরিস্থিতিতে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দেয়া, বিশেষ করে অসুস্থ সিনিয়র নেতাদের মুক্তি ত্বরান্বিত করার দাবি জানান তিনি।

বেগম জিয়া অভিযোগ করে বলেন, দেশে বর্তমানে আইনের প্রয়োগ, তদন্ত ও বিচার প্রক্রিয়াকে ক্ষমতাসীনদের ইচ্ছের বাহনে পরিণত করা হয়েছে। এ অবস্থায় রাজনৈতিক সহাবস্থান ও সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতার পরিবেশ অবিলম্বে ফিরিয়ে আনার দাবি জানান বিএনপি চেয়ারপারসন।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G