নেপাল থেকে নিরাপদেই ফিরেছে মেয়েরা

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৫ সময়ঃ ৮:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

football promilaনেপাল থেকে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশের কিশোরী ফুটবল দল।
রবিবার রাতে সেনাবাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরেছে তারা।

ভুমিকম্পের কারণে নেপালের বিপক্ষে ফাইনাল খেলা স্থগিত হওয়ায় দেশে ফিরিয়ে আনা হয়েছে খুদে নারী ফুটবলারদের।

ভয়াবহ ভূমিকম্প হলেও বাংলাদেশের মেয়েরা ছিল নিরাপদেই। বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিমান কাঠমান্ডুতে গিয়েছিল ত্রাণ সহায়তা নিয়ে। ওই বিমানে করেই দেশে ফিরে এসেছে ফুটবলাররা।

নিরাপত্তার কারণে ঘটনার সময় ফুটবলাররা হোটেল ছেড়ে মাঠে নেমেছিল। তারা ভাল আছে এবং নিরাপদেই আছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে ফুটবলাররা ফিরছে।

শনিবার এএফসি অনুর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। সেদিনই ভয়াবহ ভুমিকম্পে দেশটিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ম্যাচের ভেন্যু দশরথ স্টেডিয়ামও ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই ফাইনাল খেলা আপাতত হচ্ছে না।

উল্লেখ্য, প্রতিযোগিতায় গ্রুপপর্বে ভারতের সঙ্গে ড্র ও ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। আর সেমিফাইনালে শক্তিশালী ইরানকে হারিয়ে ফাইনালে ওঠেছিল কৃষ্ণা রানী সরকারের দল।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G