নেপালে উদ্ধার ও ত্রাণ সহায়তা জোরদার
প্রতিক্ষণ ডেস্ক
ভয়াবহ ভূমিকম্পে নেপাল লন্ডভন্ড হওয়ার পর রোববার আন্তর্জাতিক উদ্ধার ও ত্রাণ সহায়তা জোরদার করা হয়েছে।
কিন্তু বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও ভূমিধসের কারণে ত্রাণ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।
নেপালে শনিবারের ভূমিকম্পে আড়াই হাজারের মত লোক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশ জীবিতদের উদ্ধারে জরুরি সহায়তা দল পাঠিয়েছে।
ভূমিধসের কারণে সড়কসমূহ হয় ক্ষতিগ্রস্ত হয়েছে না হয় বন্ধ হয়ে গেছে এবং যোগযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে রেডক্রসের স্থানীয় অফিসে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে সঠিক তথ্যও পাওয়া যাচ্ছে না।
আইএফআরসি বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের গ্রামগুলো নিয়ে তারা বেশি উদ্বিগ্ন। কারণ কিছু গ্রাম রাজধানী কাঠমান্ডু থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
ভূমিকম্পের পর যারা বেঁচে আছেন তারা ঠান্ডা উপেক্ষা করে রাতভর খোলা আকাশের নীচে ছিলেন। ভূমিকম্পে নড়বড়ে হয়ে পড়া ভবনগুলো ধসে যেতে পারে এ আশঙ্কায় তারা বাইরে রাত কাটান।
৭.৯ তীব্রতার এ ভূমিকম্পে অফিস আদালতসহ শত শত ভবন এমনকি বিখ্যাত নয়তলা টাওয়ারও একেবারে মাটির সঙ্গে মিশে গেছে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে ৪৫ লাখ ডলারেরও বেশি ত্রাণ সহায়তা দেয়ার অঙ্গীকার করেছে। ভারত ইতোমধ্যে দু’টি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে। শ্রীলংকা, পাকিস্তান ও তাইওয়ানও একই ধরনের সহায়তার প্রস্তাব করেছে।
এছাড়া চীনের একটি চিকিৎসক দল শিগগিরই নেপাল পৌঁছাবে এবং জরুরি ত্রাণ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করবে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তিব্বতে ভূমিকম্পের কারণে ১৭ জন প্রাণ হারিয়েছেন। এদিকে সিঙ্গাপুরের একটি উদ্ধারকারী দলও নেপালের উদ্দেশ্যে যাত্রা করেছে। দেশটির সরকারি সূত্রে এ কথা বলা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও তার মানবিক বিষয়ক বিশেষজ্ঞরা দুর্যোগপীড়িত নেপালের উদ্দেশে যাত্রা করেছে। ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা সম্পর্কে এখনও জানা যায়নি। তবে ধ্বংসযজ্ঞ যে ভয়াবহ সেটি অনুমান করা যাচ্ছে।
এদিকে জার্মানি, ব্রিটেন ও স্পেনও সমর্থন ও সহায়তা দেয়ার অঙ্গীকার করেছে। নরওয়ে ৩৯ লাখ মার্কিন ডলার সহায়তার অঙ্গীকার করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ভূমিকম্পের খবরটি খুবই শোকাবহ। তিনি মানবিক বিষয়ক বিশেষজ্ঞ দল দ্রুতই নেপালে পাঠানোর অঙ্গীকার করেন।
প্রতিক্ষণ/এডি/নুর