নেপালে ত্রাণের হেলিকপ্টার নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক :
৬ জন মার্কিন ও ২ জন নেপালি সেনাসহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ নেপালকে সাহায্যকারী একটি মার্কিন ত্রাণবাহী মেরিন হেলিকপ্টার নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার নেপালে মেরিন হেলিকপ্টার ইউএইচ-১ ওয়াই ভেনোম নিখোঁজ হওয়ার খবরটি ক্যাপ্টেন ক্রিস সিমসের বরাত দিয়ে সংবাদ মাধ্যমকে জানানো হয়।
হেলিকপ্টারটি নিখোঁজের পর তার অনুসন্ধানে তিনটি মার্কিন হেলিকপ্টারের ৯০ মিনিটের অনুসন্ধানেও খোঁজ মেলেনি। নিখোঁজের আগে হেলিকপ্টারটির জ্বালানী সংকটের কথা জানানো হয়েছিল। নেপালি সেনা সদস্যরা হেলিকপ্টারটির অনুসন্ধানে অভিযান বুধবারও অব্যাহত রেখেছে। নিখোঁজ হেলিকপ্টারটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সরঞ্জাম ও চাল সরবরাহের কাজে নিয়োজিত ছিল।
উল্লেখ্য, নেপালে গত ২৫ এপ্রিল ভূকম্পনের ঘটনায় উদ্ধারকাজ পরিপূর্ণভাবে শেষ না হতেই গত মঙ্গলবার দেশটিতে ৭ দশমিক ৩ মাত্রার আরেকটি বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। এতে এ পর্যন্ত ৬৭ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রতিক্ষণ/এডি/নুর/বাদল