নেপালের পাশে বিভিন্ন দেশ

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৫ সময়ঃ ১২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Nepal2স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নেপাল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় ও বিদেশী গণমাধ্যমে বলা হয়েছে।

নেপালের তথ্যমন্ত্রী মীনেন্দ্র রিজ্জাল, এ বিপর্যয় মোকাবেলার অভিজ্ঞতা, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষতা আছে এমন আন্তর্জাতিক সংস্থার সাহায্য চেয়েছেন।

এ আহবানে সাড়া দিয়ে পাশে দাঁড়াতে শুরু করেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারত দেশটিতে উদ্ধারকর্মী ও অন্যান্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে। বাংলাদেশ থেকে ও একটি মেডিকেল টিম পাঠানো হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সামরিক পরিবহন বিমানে করে তিন টন জরুরি সামগ্রী ও ৪০ জন ত্রাণকর্মীর একটি দল পাঠিয়েছেন। এছাড়া আরো তিনটি বিমানে মোবাইল হাসপাতাল ও অতিরিক্ত ত্রাণকর্মী পাঠানো হবে বলে জানা গেছে।
পাকিস্তান সি-১৩০ বিমানে চিকিৎসক, হাসপাতাল সরজ্ঞাম, খাদ্য, টিন ও আধুনিক প্রযুক্তি যন্ত্রসহ উদ্ধারকারী দল আজই নেপালে পাঠাচ্ছে। শ্রীলঙ্কাও চিকিৎসার যন্ত্রপাতি, চিকিৎসক ও ওষুধ পাঠাচ্ছে।

যুক্তরাষ্ট্রও ত্রাণ ও উদ্ধারকাজের জন্য একটি দল পাঠাচ্ছে। এ ছাড়া ১০ লাখ ডলার সাহায্যের কথাও ঘোষণা করেছে দেশটি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও নেপালকে সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

এদিকে, সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে ভূমিকম্প বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে অংশগ্রহণ, জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দিতে যাচ্ছে বাংলাদেশ।

কাঠমান্ডু থেকে একজন বিদেশী সাংবাদিক টম বেল জানিয়েছেন, বড় আকারের ভূমিকম্প হতে পারে এমন সতর্কবাণী আগেই দেয়া হলেও এটা স্পষ্ট যে- দেশটির কর্তৃপক্ষ এত বড় বিপর্যয় মোকাবেলার জন্য আদৌ তৈরি ছিল না। দেশটিতে এ দুর্যোগে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সুত্র:বিবিসি।

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G