নোবিপ্রবিতে ভর্তি শুরু রোববার

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৪:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

nobi probi logo.jpg1419501412792নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম রোববার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে। চলবে বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন বিষয়টি  নিশ্চিত করেন। ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ কারণে এর আগে দুইবার ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়।

তবে ভর্তির আগে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য শিক্ষার্থীদের আবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদ সঙ্গে আনতে হবে।

প্রথম টার্মের ক্রেডিট আওয়ার ফিসহ অন্যান্য ফি বাবদ ‘এ’ ও ‘বি’ গ্রুপের জন্য আনুমানিক ১৯ হাজার টাকা, ‘সি’ গ্রুপের জন্য আনুমানিক ১৭ হাজার টাকা এবং ‘ডি’ গ্রুপের জন্য আনুমানিক সাড়ে ১৭ হাজার টাকা লাগবে।

প্রতিক্ষণ/এডি/রাখি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G