পদত্যাগ করেছেন টুইটারের সিইও

প্রকাশঃ জুন ১২, ২০১৫ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ceo twitটুইটারের প্রধান নির্বাহী ডিক কস্তোলো পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে একথা জানানো হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে আরও বলা হয়েছে, পদত্যাগের ঘোষণা দিলেও চলতি মাস নিজ দায়িত্ব পালন করে যাবেন কস্তোলো। আগামী ১ জুলাই থেকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। স্থায়ীভাবে প্রধান নির্বাহী নিয়োগ না দেয়া পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করে যাবেন।

টুইটারের অগ্রগতিতে কিছুটা ভাটা পড়ায় বেশ কিছুদিন ধরেই চাপে ছিলেন কস্তোলো।

বিদায়ী সম্বোধনে কস্তোলো বলেন, টুইটারের সদস্য হিসেবে আমি সত্যিই গর্বিত। প্রতিষ্ঠানের সঙ্গে ছয় বছরের কর্মজীবনে সবাই একসঙ্গে কাজ করেছেন।

প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করলেও প্রতিষ্ঠানটির নির্বাহী বোর্ডে থাকছেন তিনি। ২০০৯ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কস্তোলা। ২০১০ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পান টুইটারের এই প্রধান নির্বাহী।

এদিকে কস্তোলোর পদত্যাগের খবরের পরপরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে টুইটারের শেয়ারমূল্য ৭ শতাংশ বেড়ে গেছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G