পরিধেয় পোষাক দিয়ে মোবাইলফোন চার্জ !

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

ttfuuবাড়ির ছাদে কিংবা দোকানে আমরা সোলার প্যানল দেখে  অভ্যস্ত।  কিন্তু সেই প্যানেল যদি আপনার পরিধেয় পোশাকে ঢুকিয়ে দেয়া হয় আর সেটা দিয়ে যদি আপনি আপনার স্মার্টফোন চার্জ করতে পারেন তাহলে কেমন হয়?

এ রকম পরিধেয় প্রযুক্তি নিয়ে কাজ করছেন কয়েকজন ডিজাইনার। তাঁরা বলছেন ফ্যাশনের ভবিষ্যত নাকি এটাই!

প্রযুক্তি আর ফ্যাশনের সঙ্গে সৌরশক্তি। ডাচ ফ্যাশন ডিজাইনার পাওলিনে ফান ডোঙ্গেন-এর ‘সোলার ড্রেস’-এর এটাই নীতি। এটি এমন এক পোশাক, যা দিয়ে আপনি আপনার স্মার্টফোন ‘চার্জ’ করতে পারবেন।

ডোঙ্গেন বলেন, ‘‘এই পোশাক পরে সূর্যের আলোর নীচে দুই ঘণ্টা থাকলে ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে যাবে৷”হল্যান্ডের আরনহাইম শহরে নিজের অফিসে তিনি ‘পরিধেয় সৌরশক্তি’ প্রকল্প নিয়ে কাজ করছেন। এর মাধ্যমে ভবিষ্যতের ফ্যাশন জগতে ভালো করতে চান ডোঙ্গেন।

তিনি বলেন, ‘‘পরিধেয় সৌরশক্তি প্রকল্পের মাধ্যমে আমি প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরতে চাই৷ সোলার প্যানেল প্রযুক্তি এখন এতটাই এগিয়েছে যে, আমরা এরকম পাতলা প্যানেল পোশাকের সঙ্গে যুক্ত করে দিতে পারি। আমি মানুষকে দেখাতে চাই, তাঁরা সত্যিকার অর্থে মোবাইল সোলার প্যানেল হয়ে উঠতে পারবে এবং সেটা ফ্যাশনেবল উপায়ে।’

প্রতিক্ষণ/এডি/পাভেল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G