পরিবর্তন আসছে বিএনপির গঠনতন্ত্রে
প্রতিক্ষণ ডেস্ক
চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির গঠনতন্ত্রে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলের গঠনতন্ত্র সংশোধনের বিভিন্ন প্রস্তাবের অনুমোদন দেন দলটির স্থায়ী কমিটি।
কাউন্সিলের দু’দিন আগে অনুষ্ঠিত বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে ওই প্রস্তাবগুলো অনুমোদিত হয়। রাত সোয়া ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে দিবাগত রাত (শুক্রবার) পৌনে ১টায় শেষ হয়।
বৈঠক শুরু হওয়ার ১৫ মিনিট পর বেরিয়ে এসে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘দলের গঠনতন্ত্র সংশোধনের বিভিন্ন প্রস্তাবে অনুমোদন দিয়েছে স্থায়ী কমিটি।’ তবে কী কী সংশোধন আসছে, সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
তিনি বলেন, ‘কাউন্সিলে উপস্থাপনার পর তা অনুমোদন হলে গঠনতন্ত্রের সংশোধনী হিসেবে গৃহীত হবে। এই মুহূর্তে আমরা তা তুলে ধরতে পারছি না। কাউন্সিলে যখন সংশোধনীগুলো গৃহীত হবে, তখন আমরা আপনাদের সামনে তুলে ধরব।’
প্রতিক্ষণ/এডি/কেএইচ
===