পরিবারের কাছে দীপনের লাশ হস্তান্তর

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ১:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদেক

diponদুর্বৃত্তদের হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের তার জানাজার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে আজিমপুর করবস্থানে দাফন করা হবে।

সকালে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. কাজী আবু সামা জানান, দীপনের শরীরের তিনটি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। ঘাতকরা তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে। স্পাইনাল কড ছিঁড়ে যাওয়ায় তার মৃত্যু হয়। হামলার ৫ থেকে ৬ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

দীপনের মরদেহ গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন তার বাবা আবুল কাশেম ফজলুল হক, ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার মিজানুর রহমান এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জানাজা ও দাফনের আগে তার মরদেহ ঢাবির সুফিয়া কামাল হলের শিক্ষকদের আবাসিক বাসভবনে রাখা হবে।

দীপনের বাবার বন্ধু ড. সিদ্দিকুর রহমান খান জানান, রবিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G