পলাতকদের গ্রেপ্তারে সেল

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ৩:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

Traibonalযুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পলাতক আসামিদের গ্রেপ্তারে আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের সম-পদমর্যাদা নয় এমন সব কর্মকর্তার সমন্বয়ে মনিটরিং সেল গঠন করার জন্য বলা হয়েছে। তারা আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন প্রতি ৪০ দিন পর পর ট্রাইব্যুনালে দাখিল করবেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের পাঁচজনের মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন ছাড়া বাকী চারজন পলাতক রয়েছেন। চারজনের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ৩১ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী সুলতান মাহমুদ সিমন, তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন। আটক আসামির পক্ষে আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G