পল্টনে কোকোর জানাজায় আপত্তি খালেদার
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা পল্টনে পড়ানোর বিষয়ে আপত্তি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বেগম জিয়া চাচ্ছেন তার নামজে জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পড়ানো হোক।
জানা যায়, বায়তুল মোকাররমে যদি একান্তই নামাজে জানাজা না পড়াতে পারে তাহলে গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হোক এটাই চান বেগম খালেদা জিয়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, নামাজে জানাজার ব্যাপারে বায়তুল মোকারমের মসজিদ ও খতিবের সাথে যোগাযোগ করা হচ্ছে।
মঙ্গলবার সকালে আসছে কোকোর লাশ। কোকোর লাশ আসবে সরাসরি গুলশান কার্যালয়ে।
এদিকে রাজনৈতিক ব্যক্তিরা চাচ্ছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা হোক।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে কোকো যেহেতু রাজনীতি করতেন না তাই নয়াপল্টনে তার জানাজা হবে না। তাকে শহীদ জিয়ার পুত্র হিসেবে বিশিষ্ট ব্যক্তির মর্যাদা দিয়ে বায়তুল মোকারমে জানাজা করতে হবে।
জানাজা শেষে আরাফাত রহমান কোকোর মরদেহ বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
প্রতিক্ষণ /এডি/সেলিম