পশ্চিমাদের হামলার হুমকি লাদেন পুত্রের

প্রকাশঃ আগস্ট ১৫, ২০১৫ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ladenআল-কায়দার সাবেক নেতা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন অনুসারীদের পশ্চিমাদের ওপর হামলার জানিয়েছেন। এক অডিও বার্তায় তিনি এই হামলার জন্য আহ্বান প্রকাশ করেন। এতে লাদেনের মৃত্যুর পর এটাই হামজার প্রথম অডিও বার্তা।

বার্তাটি আল-কায়দার ওয়েবসাইটে প্রথম প্রকাশ করা হয়। এতে হামজা লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও তেল আবিবে হামলার আহ্বান জানিয়েছেন।

হামজার বয়স ২৩-২৪ বছর বলে ধারণা করা হয়। তাকে এর আগে আল-কায়েদার মুখপাত্র হিসেবে দেখা যায়নি। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলার সময় বার্তা সংস্থা আল-জাজিরা যে ভিডিও প্রকাশ করেছিল তাতে হামজাকে তালেবান যোদ্ধাদের সঙ্গে দেখা গেছে।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত লাদেনের বাড়ি থেকে উদ্ধার করা একটি চিঠিতে ইঙ্গিত মিলছে যে, কনিষ্ঠ পুত্র হামজাকে উত্তরসূরী হিসেবে গড়ে তুলছিলেন লাদেন।

অ্যাবোটাবাদে লাদেনের সাথে হামজাও নিহত হয়েছিলেন বলে প্রাথমিক খবরে বলা হয়েছিল। পরে জানা যায় তিনি মারা যাননি, নিহত হয় লাদেনের আরেক পুত্র খালেদ। ওই সময় তিনি ওই কম্পাউন্ড থেকে পালিয়ে যেতে সক্ষম হন বলে কোনো কোনো খবরে বলা হয়। এরপর থেকে তার আর হদিস মেলেনি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G