পাঁচ বিলিয়নেয়ার তরুণের কথা
প্রতিক্ষণ ডেস্ক
ফোর্বস ম্যাগাজিন ধনী ব্যক্তিদের তালিকা তৈরির জন্য সুপরিচিত ৷ তরুণ বিত্তশালীদের নিয়েও তালিকা তৈরি করে তারা ৷ ছবিঘরে থাকছে এমনই পাঁচজন তরুণ সম্পদশালীর কথা৷
তাঁকে কে চেনেন না? ফেসবুকের নাম কে শোনেননি? ৩১ বছর বয়সি ফেসবুকের এই প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ৩৩.৪ বিলিয়ন ডলার৷ তাই তিনি যে শুধু সবচেয়ে ধনী তরুণ তাই নন, বিশ্বের সবচেয়ে বিত্তশালীদের তালিকায় তাঁর নাম পাওয়া যাবে ১৬ নম্বরে৷
ফেসবুক প্রতিষ্ঠার সময় ছিলেন সাকারবার্গের সঙ্গে৷ এমনকি ২০০৮ সাল পর্যন্ত পুরোপুরি ফেসবুক কোম্পানিতেই ছিলেন৷ এরপর বের হয়ে ‘আসানা’ নামের আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন৷ ই-মেল ছাড়াই টিমওয়ার্ক চালানোর ওয়েব ও মোবাইল অ্যাপ আসানা৷ ফেসবুকে এখনও কিছু শেয়ার আছে মস্কোভিৎসের৷ সাকারবার্গের চেয়ে আট দিনের ছোট মস্কোভিৎসের সম্পদের পরিমাণ ৭.৯ বিলিয়ন ডলার৷ সাকারবার্গের মতোই হার্ভার্ডে পড়াশোনা শেষ না করা মানুষ তিনি৷
চাচা মারা যান ক্যানসারে৷ সেই থেকে রক্ত পরীক্ষা নিয়ে তাঁর কাজ শুরু৷ ১৯ বছর বয়সে স্ট্যানফোর্ডে পড়ার সময় ‘থেরানোস’ নামের কোম্পানি গড়ে তোলেন হোমস৷ তাঁর কোম্পানি কম খরচে ও অল্প সময়ে রক্ত পরীক্ষার প্রযুক্তি উদ্ভাবন করেছে৷ ৩১ বছর বয়সি হোমসের সম্পদের পরিমাণ ৪.৫ বিলিয়ন ডলার৷
স্ন্যাপচ্যাট ব্যবহার করেন অনেকেই৷ স্পিগেল এই অ্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা৷ ২০১১ সালে তৈরি করা অ্যাপটি প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন মানুষ ব্যবহার করে৷ যুক্তরাষ্ট্রের স্মার্টফোন ব্যবহারকারীর প্রায় ৬০ শতাংশের মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করা আছে৷ ফোর্বসের হিসেব অনুযায়ী, স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট ২৫ বছর বয়সি স্পিগেলের সম্পদের পরিমাণ দেড় বিলিয়ন ডলার৷
স্ন্যাপচ্যাটের আরেক প্রতিষ্ঠাতা ববি মার্ফি৷ তিনিও (ডান) স্ট্যানফোর্ডের গ্র্যাজুয়েট৷ বয়স ২৭৷ স্পিগেলের মতোই তাঁরও সম্পদের পরিমাণ ১.৫ বিলিয়ন ডলার৷
সূত্রঃ ডয়েচে ভেলে
সবাই যা পড়েছ
পশুর পরিবর্তে সন্তান কোরবানিঃ সাংসদ
প্রতিক্ষণ/এডি/এনজে