পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫০

প্রকাশঃ আগস্ট ৮, ২০১৬ সময়ঃ ১২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

l_110964_051552_updates

পাকিস্তানের একটি বেসামরিক হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ এ দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও প্রায় অর্ধশতাধিক। সোমবার কুয়েটার একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।  খবর ডনের।

সোমবার বেলুচিস্তান প্রদেশে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

এদিকে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

pakistan-bg20160808122152

সরফরাজ বুগতি বলেন, হাসপাতালটিতে নিরাপত্তাজনিত ঘাটতি ছিল। ব্যক্তিগতভাবে বিষয়টি তদন্ত করে দেখছি। তবে আগে থেকে হাসপাতালে হামলার বিষয়ে কোনো হুমকি ছিল না বলেও জানান তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার আগে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি নিহত হন। ওই হাসপাতালের সামনে আসার পরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঘিরে ধরেন।

হাসপাতালসহ কোয়েটার আশপাশের এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G