পাকিস্তান সেভ দ্যা চিলড্রেনের কার্যক্রম বন্ধ

প্রকাশঃ জুন ১২, ২০১৫ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

save the childrenসরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেনকে পাকিস্তানেেএ সংস্থাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সংস্থাটি পাকিস্তান বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারণে এই নির্দেশ দেয়া হয়েছে।

ইতোমধ্যে রাজধানী ইসলামাবাদে সেভ দ্যা চিলড্রেনের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এর আগেও সংস্থাটিকে পাকিস্তানে তাদের সব কর্মকাণ্ড গুটিয়ে নেয়ার কথা বলেছিল দেশটির সরকার। কার্যক্রম বন্ধের সাথে সাথে সংস্থার বিদেশী কর্মকর্তাদের ১৫ দিনের মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশও দিয়েছে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রনালয়।

পাকিস্তানের গোয়েন্দা বিভাগের এক প্রতিবেদনে বলা হয়,২০১২ সালে নকল টিকাদান কর্মসূচীর মাধ্যমে মূলত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ট্র্যাক করার চেষ্টা করা হয়েছিল। শাকিল আফ্রিদি নামে এক চিকিৎসককে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ- ঐ টিকা দেয়ার কাজে ব্যবহার করেছিল।

আফ্রিদি সেসময় ওসামা বিন লাদেন যে শহরে অবস্থান করছিলেন সেখানকার মানুষের ডিএনএ নমুনা সংগ্রহ করেন। উদ্দেশ্য ছিল বিন লাদেনের অবস্থান সম্পর্কে আরো নিশ্চিত হওয়া। পরে ২০১১ সালে মার্কিন অভিযানে একই শহরে বিন লাদেন নিহত হন।

পাকিস্তান সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছয়মাস ধরে সেভ দ্যা চিলড্রেনের সকল কার্যক্রমকে কড়া নজরদারিতে রাখার পর এ নির্দেশ দেয়া হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G