পানির নিচে কারাগার! (ভিডিওসহ)
প্রতিক্ষণ ডেস্ক
পানির নিচেও কারাগার! ভাবতেই ভ্রু কুঁছকে যাবে যে কারও। কিন্তু এমনি একটি অসাধ্য কাজ সাধন করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। পানির নিচেও কারাগার গড়ে তুলেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। এমনই একটি পরিত্যাক্ত কারাগারের চিত্র উঠে এসেছে ড্রোনের মাধ্যমে।
অখণ্ড সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এস্তোনিয়া। সেখানকার রুম্মু এলাকায় জল ও স্থলভাগ মিলিয়ে বিস্তীর্ণ এলাকায় তৈরী করা হয়েছে দুর্ভেদ্য কারাগার।
ভিডিওতে দেখা যায় পানির মধ্যে তৈরী করা কারাগার ভবনের বড় একটি অংশ রয়েছে পানির নিচে। পানির উপরেও রয়েছে ভবনের খানিকটা। আরও কাছ থেকে নেয়া ভিডিওতে দেখা যায় পানিতে সম্পূর্ণ নিমজ্জিত ভাঙ্গা ও পরিত্যাক্ত ভবনের ধ্বংসস্তুপ ও ডিজাইন।
সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এস্তোনিয়ার কারাগারের ওই অঞ্চলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
https://www.youtube.com/watch?v=iiwEHwv9tyo
প্রতিক্ষণ/এডি/ডিএইচ