পানির নীচে বরিশাল নগরী
নিজস্ব প্রতিবেদক:
টানা বৃষ্টিতে বরিশাল নগরী এখন পানির নীচে। গত দু’দিন ধরে টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন রাস্তার পাশাপাশি অনেক বসতঘরে হাঁটু পানি।
বরিশাল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকোর্ড করা হয়েছে ৮৫ মিলিমিটার। যা বরিশালে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।
বরিশালে বর্তমানে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে বলেও জানান তিনি।
এদিকে, সকালে বৃষ্টির পানিতে নগরের বটতলা, বগুড়া রোড, দপ্তরখানা, স্টেডিয়াম কলোনি, পলাশপুর, রসুলপুর নবগ্রাম রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা দেখা দেয় নগরের আশপাশের নিচু অঞ্চলেও।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালসহ অন্য কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল বলেন, দীর্ঘদিন পরে এতো বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। ফলে নগরের বিভিন্ন ড্রেনের পানি নামতে সময় লাগছে।
অনেক জায়গায় জমে যাওয়া পানি নামানোর কাজ চলছে। বেশিরভাগ এলাকার জলাবদ্ধতা দূর করা হয়েছে। বাকি এলাকায় কাজ চলছে।
নদীর পানি বৃদ্ধির বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের ওয়াটার গেজ রিডার আব্দুর রহমান জানান, টানা বৃষ্টিতে নদীর পানি একটু বৃদ্ধি পেয়েছে। তবে তা বিপদসীমার নিচে রয়েছে।