পানীয় সরবরাহ করবে রোবট
প্রতিক্ষণ ডেস্ক:
হোটেলে আগত অতিথিদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি পানীয় সরবরাহ করবে রোবট। হসপি নামের এই রোবটটি তৈরি করেছে জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক।
রোবটটি অতিথিদের ঠান্ডা পানীয় জল সরবরাহ করার পাশাপাশি টেবিল থেকে খালি বোতল সরিয়ে নেয়া এবং টেবিল পরিস্কারের কাজ।
এটি চাকাওয়ালা রোবট। এর পেটের মধ্যে পানির বোতল নিয়ে হোটেল লবিতে ঘুরে বেড়ায়। তবে এটি স্থায়ীভাবে কোথায় সেবা দেবে সে বিষয়ে কিছু জানায়নি প্যানাসনিক। রোবটটিতে প্রি-প্রোগ্রামিং করা আছে নির্দিষ্ট এলাকার ম্যাপ। এতে রয়েছে সেন্সর এবং ক্যামেরা। ফলে এটি খুব সহজেই ঘুরে ঘুরে অতিথিদের আপ্যায়ন করতে পারে। রোবটিতে বড় আকারের ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে তথ্য প্রদর্শিত হয়।
হসপি অটোনোমাস ডেলিভারি রোবট জাপানের একটি হোটেলে পরীক্ষামূলকভাবে সেবা দিচ্ছে। ঐ হোটেলে আগত অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছে। পাশাপাশি তাদেরকে পানীয় জল সরবরাহ করছে।