পাহাড় খুঁড়ে উদ্ধার সোনার ট্রেন!

প্রকাশঃ আগস্ট ২১, ২০১৫ সময়ঃ ৪:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ট্রেন

পাহাড় খুঁড়ে অনেক মূল্যবান জিনিস পেতে হয়তো অনেকেই শুনবেন। কিন্তু কেউ কি কখনও শুনেছেন যে পাহাড় খুড়ে আস্ত ট্রেন পেতে তাও আবার সোনার ট্রেন? কিন্তু পোল্যান্ডের এমনি একটি সোনার ট্রেনের সন্ধান মিলেছে পাহাড় খুঁড়ে। পোল্যান্ডের শহরে কান পাতলে এমন কথাই এখন কানে আসছে। এই ট্রেনটি ৭০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আচমকাই মাঝপথ থেকে উধাও হয়ে গিয়েছিল।

১৯৪৫ সালে বিশ্বযুদ্ধের সময় হাঙ্গেরি থেকে প্রচুর অস্ত্র, বন্দুক, মূল্যবার রত্ন এবং সোনা নিয়ে জার্মানি যাচ্ছিল ট্রেনটি। পথে ১৫০ মিটার লম্বা ওই ট্রেনটি জার্মান শহর রোক্ল-তে পর্বতের টানেলের মধ্যে প্রবেশ করে। সে সময়ে শহরটির নাম ছিল ব্রেসলউ। কিন্তু টানেল থেকে ট্রেনটি আর বের হয়নি। খুব অদ্ভুত ভাবেই তখন থেকে ট্রেনটির কোনও হদিস মেলেনি। পরে টানেলের মুখগুলি বন্ধ করে দেওয়া হয়। ঘটনাটি প্রায় ধামাচাপা পড়েই গিয়েছিল। নতুন করে সেই ঘটনা আবার সামনে উঠে এল দুই ব্যক্তিকে ঘিরে।

৭০ বছর পর সেই ট্রেনটির খোঁজ মিলেছে বলে দাবি করলেন জার্মানির দুই ‘ট্রেজার হান্টার’। যাতে ৩০০ টন সোনা মজুত রয়েছে বলে তাঁদের দাবি। কিন্তু কী ভাবে এবং কোথায় ট্রেনটির খোঁজ মিলল তা এখনও স্পষ্ট ভাবে জার্মান সরকারকে জানাননি তাঁরা। সন্ধান দেওয়ার বিনিময়ে ট্রেনটিতে মজুত সোনার ১০ শতাংশ দিতে হবে, এই শর্ত তাঁরা দিয়েছেন।

দুই ট্রেজার হান্টারের দাবি কতটা গ্রহণযোগ্য তা খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ চালানো হচ্ছে ৭০ বছর আগে ট্রেনটি যেখান থেকে উধাও হয়ে গিয়েছিল সেই অঞ্চলেও।
ঐতিহাসিক জোয়ানা ল্যাম্পার্স্কার মতে, এটা গুজব। এর আগেও ওই অঞ্চলে ট্রেনের খোঁজ করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G