পুঁজিবাজারে সর্বনিম্ন লেনদেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

pujibazarএকটানা তিন দিন ধরে দেশের উভয় পুঁজিবাজারে দর পতন চলছে।

রবিবার মূল্য সূচক কমার পাশাপাশি চলতি বছরের সর্বনিম্ন লেনদেন হয়েছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ায় মন্দা লেগে আছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর।

লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা চলতি বছরের সর্বনিম্ন লেনদেন। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর ডিএসইতে ১৮৯ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭২৪ পয়েন্টে। ওইদিন লেনদেন হয়েছিল ২০৬ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন কমেছে ২১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার টাকা বা ১০.৫৯ শতাংশ।

প্রতিক্ষণ /এডি/বাহার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G