পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কার্যদিবসেই দেশের দুই পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৩০ শতাংশ। তবে এদিন অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কিছুটা কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার ডিএসইতে ৬৪৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৪৯ কোটি ৭ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিলো ৪৯৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৫ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সামিট পাওয়ার, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাব মেরিন ক্যাবল কোম্পানি, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউপিজিডিসিএল, ফার কেমিক্যাল, সাইফ পাওয়ারটেক এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর