পুঁজিবাজারে সূচক বাড়লো ১৫৪ পয়েন্ট
নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বেড়েছে ১৫৪ পয়েন্ট। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমূখী ধারায় পুঁজিবাজার।
রোববার ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
কার্যদিবসের শুরুতে ঊর্ধ্বমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিন শেষে বেড়েছে সব ধরণের সূচক ও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। দিন শেষে ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৫২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ১০১ কোটি টাকা বেশি।
এদিন ডিএসইএক্স ১৫৪ পয়েন্ট বেড়ে চার হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৭ পয়েন্টে অবস্থান করছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৯৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। দর বেড়েছে ২৩৬টির, কমেছে ৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১৮ লাখ টাকা।
প্রতিক্ষণ/এডি/নুর/বাদল