পুতিনের জন্মদিন উদযাপন ভিন্নভাবে
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে একচেটিয়া মার্কিন আধিপত্য এখন রুশ ভল্লুকের রণহুংকারে দিশেহারা। পরাশক্তি রাশিয়ার জন্য এ এক শুভক্ষণ। আর নব উত্থানের এই উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৬৩ তম জন্মদিন।
রাশিয়ার কাণ্ডারির জন্মদিনটি পালিত হয়েছে নানা আয়োজনে। একদিকে কাস্পিয়ান সাগরের যুদ্ধজাহাজ থেকে ক্রুজ মিসাইল পাঠিয়ে আইএস স্থাপনা গুড়িয়ে দেয়া অন্যদিকে ক্রেমলিন জুড়ে প্রিয় প্রেসিডেন্টের জন্মদিনের আমেজ। তবে বৈচিত্রময় ব্যক্তিত্বের পুতিন নিজের জন্মদিন পালন করলেন বরাবরের মতোই ব্যতিক্রমী উপায়ে।
হাতে তালি আর কেক কাটার সনাতনী কায়দা ফেলে রাশিয়ার বাঘা বাঘা সব আইস-হকি তারকাদের সঙ্গে তিনিও দেশের ঐতিহ্যবাহী সাদা-লাল-নীলের ১১ নম্বর জার্সিতে নেমে গেলেন হকির মাঠে। জাতীয় হকি লিগের খেলোয়ারদের অবাক করে দিয়ে প্রেসিডেন্ট পুতিন দেখালেন রাজনীতির মাঠ ছাড়াও হকির মাঠেও তিনি সমান পটু।
ম্যাচ জিতে পুতিন বলেন, যারা জয়ের লক্ষ্যে খেলে, জয় তাদের কাছে ধরা দেয়’।
তাঁর দেয়া সাত গোলেই জয়োল্লাসে ফেটে পরে পুরো স্টেডিয়াম। কৃষ্ণ সাগরের সোচি’র ব্ল্যাক সি রিসোর্টে এই ম্যাচের আগে গত মে মাসে আরেকবার পুতিনকে দেখা গিয়েছিলো হকি জার্সিতে।
জন্মদিনে ভক্তদের চোখে পুতিন
মার্কিন অবরোধেও শক্ত হয়ে দাড়ানো রাশিয়ার কারিগর ভ্লাদিমির পুতিনের জন্ম রাশিয়ার লেনিনগ্রাদে,১৯৫২ সালে। সোভিয়েত রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি’র এজেন্ট থেকে এখন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট। নিন্দুক পশ্চিমা গণমাধ্যমেও ব্যতিক্রমী এই প্রেসিডেন্টকে বিভিন্ন সময় দেখা গেছে ডলফিনের সঙ্গে সাঁতার কাটতে, ঘোড় সওয়ারি করতে, মাছ ধরতে, শিকার করতে, ভালুকের পিঠে চড়তে।
মার্কিন আধিপত্যের বিরুদ্ধে তার ভূমিকার জন্য ভক্তদের মাঝে তিনি কখনো হয়ে উঠেছেন বুদ্ধ, মহাত্মা গান্ধী, কখনো শে গেভারা (চে গুয়েভারা), কখনো মার্কিন সুপার হিরো ব্যাটম্যান আবার কখনো তুখোড় গোয়েন্দা শার্লক হোমস।
‘পুতিন ইউনিভার্স’ নামের এক প্রদর্শনীতে বুদ্ধ থেকে ব্যাটম্যান-হাল্ক রূপে তুলে ধরা হয় শক্তিমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।
চেচনিয়ায় পুতিনের জন্মদিনে তার সম্মানে এক ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিলেন রাশিয়া ও ইতালীর ফুটবলাররা।
প্রতিক্ষণ/এডি/এনজে