পুরোহিত হত্যাঃ বিভিন্ন উপজেলায় মানববন্ধন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৬ সময়ঃ ১২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৯ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন (নীলফামারী প্রতিনিধি)

indexপঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার করতোয়া সেতুর পশ্চিমপ্রান্ত সংলগ্ন সোনাপোতা গ্রামের শ্রীশ্রী সন্তগৌরীর মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে (৫০) গলা কেটে হত্যার ঘটনার প্রতিবাদে ও নেপথ্যের মূল খুনিদের গ্রেফতার এবং ফাঁসির দাবীতে নীলফামারীর বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে।

শনিবার ডোমার উপজেলায় দুপুরে, ডিমলা, জলঢাকা উপজেলায় বিকালে এই কর্মসুচি পালন করা হয়।

শনিবার দুপুরের দিকে ডোমার উপজেলা শহরের রেলঘুণ্টি এলাকায় ডোমার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোড়াচাদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা দেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিখিল সাহা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রামনিওয়াশ আগরওয়ালা, সহ-সভাপতি শেখর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক উজ্জল কানজিলাল প্রমুখ।

কর্মসূচিতে স্বেচ্ছায় অংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মাসুম ইসলাম।

অপরদিকে, জলঢাকা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ জলঢাকা শহরের জিরোপয়েন্ট মোড়ে বিকাল ৪টা থেকে একঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচী পালন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বাবু নির্মলেন্দু রায়, সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক লালবাবু রায়, সদস্য মৃতুঞ্জয় রায় প্রমূখ। বক্তারা ঐ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃতসহ বাকি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

twoপর্যায়ক্রমে একই দাবিতে ডিমলা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছেন।উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে (কাউসার বাজার) বিকাল ৪টা ৩০মিনিটের ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহিত কুমারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি-সুভাষ সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের আহ্ববায়ক-নীরেন্দ্র নাথ রায় নিরু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক-বাবু শৈলেন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক-কৃষ্ন কান্তি রায়, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান-আলহাজ্ব রফিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা-আবুল কাশেম সরকার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক-আনোয়ারুল হক সরকার মিন্টু, বাংলাদেশ ওয়ার্কাসপাটি নীলফামারী জেলার সদস্য-মহুবার রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি-আবু সায়েম সরকার, সাধারন সম্পাদক-স্বাধীন ইসলামসহ অনেকেই।

এ সময় বক্তারা হত্যাকান্ডের সাথে জড়িত আটককৃতদের দ্রুত বিচারের দাবি ও বাকি জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

উল্লেখ্য যে,গত ২১ ফেব্রুয়ারী সকাল ৭টায় শ্রীশ্রী সন্তগৌরীর মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় দুটি মামলা হয়। পুলিশ দুই জেএমবি সদস্য ও এক শিবির কর্মীসহ তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G