পুলিশী জিজ্ঞাসাবাদের মুখে মাহাথির

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ৯:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

m mপ্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিলেন মাহাথির মোহাম্মাদ। আর এই বিক্ষোভে অংশ নেওয়ার কারণে মালয়েশিয়ার পুলিশ তাদের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। মালয়েশিয়ান পুলিশের বরাত দিয়ে বুধবার বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

গত শনিবারের মাহাথির মোহাম্মাদ ও তার স্ত্রী বিক্ষোভে অংশ নেন। এই বিক্ষোভ অনুষ্ঠানে বক্তব্যও দেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন। আর এই অভিযোগের বিষয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে।

মাহাথির মোহাম্মাদের মুখপাত্র সুফি ইউসুফ রয়টার্সকে বলেছেন, বিষয়টি তারা জানেন। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। পুলিশকে তারা সহায়তার জন্য প্রস্তুত আছেন বলেও জানান তিনি। তবে এ ব্যাপারে মাহাথিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বর্তমান ক্ষমতাসীন দলের (ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন) নেতৃত্ব দিয়েছেন মাহাথির মোহাম্মাদ।

 

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G