পুলিশের পেটে ৪০ ছুরি (ভিডিও)
প্রতিক্ষণ ডেস্কঃ
মানুষ তো কত কি খায়। মাছ-মুরগি থেকে শুরু করে সাপ, ব্যাঙ, কত কিছু। কিন্তু তাই বলে লোহার ছুরি? তাও আবার ৪০টি? দুই মাসে ৪০টি ছুরি খেয়ে ফেলার এমন অদ্ভুত ঘটনাটির জন্ম দিয়েছেন ভারতের পাঞ্জাবে জার্নেইল সিং নামের এক পুলিশ সদস্য।
চিকিৎসকেরা বলেন, শুরুর দিকে প্রচণ্ড পেট ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন জার্নেইল সিং। তাঁরা পেটব্যথার কারণ হিসেবে টিউমারের কথা ভেবেছিলেন। পরে স্ক্যানে পেটের ভেতর কঠিন বস্তুর বিশাল স্তূপ ধরা পড়ে। পরে আরও পরীক্ষা করে ভাঁজ করা ধাতব ছুরি ও কাঠের বাঁটওয়ালা ছুরির অস্তিত্ব ধরা পড়ে। একেকটি সাত ইঞ্চি পর্যন্ত লম্বা।
পরে ডাক্তার মালহোত্রের নেতৃত্বে অমৃতসরের দা কর্পোরেট হসপিটালে গঠিত হয় পাঁচ ডাক্তারের একটি টিম। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে এক অতি জটিল অস্ত্রোপচার। জার্নেলের পেটের ভেতর থেকে একটি একটি করে বের করা হতে থাকে ছুরি। সর্বমোট ৪০টি ছুরি উদ্ধার হয় তাঁর পেট থেকে।
ডাক্তার মালহোত্রা সংবাদমাধ্যমকে বলেন, আমার ২০ বছরের ডাক্তারি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অপারেশন ছিল এটি। এরকম অদ্ভুত সমস্যা আমি আগে কখনও দেখিনি। অপারেশনের পরে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন জার্নেল।
চিকিৎসকরা জানান, রোগীর কথাবার্তা শুনে মনে হয়েছে যে তিনি বিষন্নতায় ভুগছেন। তাঁকে মানসিক চিকিৎসকের কাছে নেওয়া হবে। ওই পুলিশ সদস্যর পিকা ডিজঅর্ডার নামের একধরনের রোগের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকেরা।
এ সমস্যা হলে রোগী হজম হয় না—এমন বস্তু খাবার খেতে শুরু করেন। তবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর পুলিশ সদস্য বলেন, তিনি আর এ ধরনের কোনো কাজ করবেন না।
https://www.youtube.com/watch?v=ajFP-oVUn3Y
প্রতিক্ষণ/এডি/আরএম