পৃথিবীর সবচেয়ে আবেদনময়ী ফুল !!

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৯:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ পূর্বাহ্ণ

ফিচার ডেস্ক, প্রতিক্ষণ ডট কম:

eRZWc 8হঠাৎ দেখেই হয়তো আপনার মতিভ্রম হতে পারে- বাগানের আড়ালে কি কোন নারী লুকিয়ে আছে ? অথবা লুকিয়ে-লুকিয়ে আপনাকে দেখছে কোন ঊর্বশী ? যদি লুকিয়ে থাকে তবে তার লিপস্টিক দেয়া ঠোঁট জোড়া দেখা যাচ্ছে কেন ?

কিন্তু বাস্তবতা হল কোন আবেদনময়ী গহীন অরণ্যে আপনার জন্যে গাঢ় লিপিস্টিক দিয়ে প্রেম নিবেদনের জন্য ডাকছে না। তবে কে সে ? সে কি ছলনাময়ী ? পরী ? নাকি জাদু বাস্তবতা ? শেষের প্রশ্নটিই হয়তো আপনার উত্তর।

যদি হঠাৎ কোন বনে বা জঙ্গলে  আপনার চোখে পড়ে যায় পৃথিবীর সবচেয়ে আবেদনময়ী এ ফুলটি তবে এ ধরনের অনেক প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাবেই।

প্রকৃতির অদ্ভুত খেয়ালে নারীর একজোড়া রঙিন ঠোঁটের আদলে প্রস্ফুটিত হয়ে অন্যরকম নান্দনিকতায় নিজেকে সাজিয়েছে এ ফুল।

ফুলটির নাম হুকারস ফুল। এই ফুলটির বৈজ্ঞানিক নাম সাইকোট্রিয়া ইলাটা বা হুকারস লিপস। এর জন্ম দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, কোস্টারিকা, পানাম এবং ইকুয়েডরে। অনেকে এটাকে কামুক ঠোঁট বলেও ডাকে। কেউ কেউ আবার ছলনাময়ী বলতেও ছাড়ে না।

ফুলের এই আকৃতির মূল কারণ হামিং বার্ড বা প্রজাপতিকে আকর্ষণ করার জন্য। তবে তার এই ঠোঁটের আকৃতি থাকে কিছু সময়ের জন্য। পরিপূর্ণ প্রস্ফুটিত হলে তখন আর এই ঠোঁটের আকৃতি থাকেনা।

প্রতিক্ষণ/এডি/রাকিব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G