পেট্রোল বোমা ছুঁড়তে গীয়ে গুলিবিদ্ধ দুই যুবক
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
শিববাড়ি মোড়ে বাসে পেট্রোলবোমা ছুঁড়তে গিয়ে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে দুটি পেট্রোলবোমা উদ্ধার করে।
শুক্রবার বিকেল ৩টার দিকে গাজীপুর শহরের শিববাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন- রুমান এবং নাসির উদ্দিন। তারা দু’জন ছাত্রদল ও যুবদলের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে শিববাড়ি মোড় এলাকায় একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপের চেষ্টা করে দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে পুলিশ গুলি ছুঁড়লে দু’জন গুলিবিদ্ধ হন। এ সময় তাদের কাছ থেকে দু’টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। পরে গুরুতর অবস্থায় ওই দু’জনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।
গুলিবিদ্ধ রুমান ও নাসির উদ্দিন ছাত্রদল এবং যুবদলের কর্মী বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা।
শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার বাংলামেইলকে জানান, নাসির ও রুমানের হাটুর নীচে গুরুতর জখম রয়েছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রাজন