পেরুতে ভূমিধ্বসে ৯ জনের মৃত্যু
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে অতিবৃষ্টির কারণে ভূমিধসে ৯ জন নিহত হয়েছে।
দেশটির রাজধানী লিমা থেকে ৪০ কিলোমিটর দূরে এ ঘটে।
এছারা ভূমিধসের ফলে সেখানকার রাস্তাঘাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার থেকে ওই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল।
প্রথম দিনই সেখান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। অন্য চারজন ওইদিন থেকেই নিখোঁজ ছিল। তারা মাটির নিচে চাপা পড়েছিল।
বৃহস্পতিবার রিমাক নদী থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয় বলে স্থানীয় এক রেডিওকে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর আনা মারিয়া কুবা।
রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছিল। তবে শুক্রবার থেকে সংযোগ সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। সূত্র : এএফপি
প্রতিক্ষণ/এডি/কেয়া