পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথমবারের মতো স্থানীয় কোনো নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। কনকনে শীতকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। ভোট গ্রহণকে কেন্দ্র করে ভোর থেকেই ভোটারদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ভোট দেয়ার ক্ষেত্রে দেখা গেছে আগ্রহ। ২৩৪টি পৌরসভার ৩ হাজার ৫৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন ৬৬ হাজার ৭৬৮ জন কর্মকর্তা। ভোটার আছেন প্রায় ৭১ লাখ।
এদিকে, ভোট শুরুর আগে সহিংসতার আশঙ্কায় কয়েকটি স্থানে ভোটগ্রহণ স্থগিত হয়েছে। এগুলো হলো- মাদারীপুরের কালকিনির দুটি কেন্দ্র ও কুমিল্লার বরুড়া পৌরসভার একটি কেন্দ্র।
নির্বাচনে ২৩৪টি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মোট ২৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির ২২৩, জাতীয় পার্টির ৭৪, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ২১, স্বতন্ত্র ২৮৫ ও অন্যান্য দলের ১০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৭টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রতিক্ষণ/এডি/এফটি